Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আবারও সংসদ নির্বাচন করতে চাই -সিদ্দিক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

অভিনেতা সিদ্দিকুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি এমপি হতে চান। গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি। তবে হাল ছাড়েননি। আবারও তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচনে মনোনয় প্রত্যাশী তিনি। সিদ্দিক জানান, ২০১৮ সালের সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। এবার ঢাকা-১৭ আসন গুলশান-বনানী থেকে মনোনয়ন প্রত্যাশী। সংসদ সদস্য হতে চাই। সিদ্দিক বলেন, আমি জনগণের সেবা করতে চাই। যদিও অনেক আগে থেকেই এই সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছি। আমি সবসময় টাঙ্গাইল-১ আসনের মানুষের পাশে রয়েছি। তবে এবার আমি ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসন থেকেও মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন, এই আসনে চিত্রনায়ক ফারুক ভাই নির্বাচন করেছিলেন। এটা ভিআইপি এলাকা। এই আসনে শিল্পীরা নির্বাচন করেন। ফারুক ভাই যেহেতু অসুস্থ তাই, আমি এই আসন থেকে নির্বাচন করতে চাই। সিদ্দিক বলেন, আমি মূলত মানুষের পাশাপাশি থাকতে চাই। মানুষের ভালোবাসা পেতে চাই, তাদের সেবা করতে চাই। জনগণের ভালোবাসা নিয়েই নির্বাচন করতে চাই। সিদ্দিক জানান, তিনি গত ২৪ বছর ধরে আওয়ামী লীগ করছেন। আওয়ামী লীগপন্থী পরিবারে আমার জন্ম। বাবা স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ছিলেন ২২ বছর। আমি ৯৪ সাল থেকে ছাত্রলীগ করছি। বঙ্গবন্ধু সংস্কৃতি জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক ছিলাম। আমার বিশ্বাস, দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ