Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রি-মহাদেশীয় প্রতিযোগিতায় অন্যদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

অস্কার হট¯পট ক্যামডেনে হ্যারেল অ্যাওয়ার্ড বিজয়ী কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন...’ এবার নির্বাচিত হয়েছে ফ্রান্সের ফেস্টিভ্যাল অফ থ্রি কন্টিনেন্টস উৎসবের আন্তর্জাতিক ফিচার প্রতিযোগিতায়। ১৯৭৯ সাল থেকে প্রতি বছর নভেম্বরের শেষে ফ্রান্সে আফ্রিকা, লাতিন আমেরিকা এবং এশিয়াÑএই তিন মহাদেশের ছবি নিয়ে বসছে ‘ফেস্টিভ্যাল অফ থ্রি কন্টিনেন্টস’-এর আসর। বছরের গুরুত্বপূর্ণ এবং আলোচিত ফিকশন, নন-ফিকশন ফিচার ছবি দেখানো হয় এই উৎসবে। এসব সিনেমার মাধ্যমে পশ্চিমা হেজিমনির বাইরে এক অন্য দুনিয়ার গল্প বলে। এবারের আসরে প্রায় নব্বইটি ছবি থেকে আন্তর্জাতিক ফিচার প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে মাত্র দশটি ছবি, যেখানে বাংলাদেশ থেকে কামারের ‘অন্যদিন...’ ছাড়াও আছে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রাজিল, ভিয়েতনাম, মায়ানমার, ইন্ডিয়া, জাপান, কাতার ও ইরানের ছবি। উল্লেখ্য, লন্ডন ফিল্ম উইকের টপ টেন ফেস্টিভ্যাল লিস্টের অন্যতম আমস্টারডামে ইডফার মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে বিশ্বের সবচেয়ে সুন্দর থিয়েটার আমস্টারডামের পাথে তুসান্সকিতে গত নভেম্বরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিলো ‘অন্যদিন...’ এর। এরপর নিউ ইয়র্কে মিউজিয়াম অফ মুভিং ইমেজ (মমি), ওয়ারশ, সিডনি, ভ্যানকুভার, ক্যামডেন হয়ে সর্বশেষ জুরিখে ফিল্ম ফেস্টিভ্যালে ‘গোল্ডেন আই’ নমিনেশন পেয়েছিলো ছবিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ