Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ডান্স বাংলা ডান্স’-এ ফিরছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী

| প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

জি বাংলা পরিবারে চমকের এক্কেবারে শেষ নেই। টিআরপি তালিকায় স্টার জলসাকে একেবারে হারিয়েই ছাড়বে তাঁরা। এটাই যেন প্রতিজ্ঞা নিয়েছেন তাঁরা। যাই হোক, মনে আছে জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ কার হাত ধরে প্রথম শুরু হয়েছিল, মঞ্চে এক ঝাঁক প্রতিযোগীদের বিচার করার দায়িত্বে টলিউডের একাধিক তারকা থাকলেও কিন্তু ওই যে মহাগুরুর চেয়ারে কিন্তু একজনই বসেছিলেন। হ্যাঁ, বলিউড-টলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর জন্যই ওই চেয়ারটা বরাদ্দ ছিল। তবে মাঝখান দিয়ে বয়ে গিয়েছে অনেক ঝড়। মাঝে ‘ডান্স বাংলা ডান্স’ বন্ধ হয়ে গিয়েছিল। এমনকী ‘ডান্স বাংলা ডান্স’ ফের শুরু হলেও সেখানে আর মহাগুরুর আসনে আর দেখা মেলে নি মিঠুন চক্রবর্তীর। কারণ, তিনি তখন স্টার জলসার ডান্স রিয়েলিটি প্রোগ্রামে সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। তাই ‘ডান্স বাংলা ডান্স’ এর আগের সিজনে জিত-শুভশ্রী-গোবিন্দাকে দেখা গেলেও দেখা যায় নি মিঠুন চক্রবর্তীকে। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ‘ডান্স বাংলা ডান্স’-এ মহাগুরুর আসনে ফিরছেন মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, প্রায় ১০ বছর পর জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো-এর মঞ্চে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। অভিনেতার কথায়, ‘এটা তাঁর ঘরে ফেরার মতো’। ২০০৭ সালে শুরু হয়েছিল ‘ডান্স বাংলা ডান্স’-এর সফর, প্রথম থেকেই এই শোয়ের সঙ্গে যুক্ত ছিলেন মিঠুন চক্রবর্তী। তাঁর মুখে ‘ক্যায়া বাত, ক্যায়া বাত..’ কথাটি আজও গোটা বাংলার কাছে বিখ্যাত। তবে শেষ তিনি ‘ডান্স বাংলা ডান্স’-তে ধরা দিয়েছিলেন ২০১৩ সালে। এবার জি বাংলার বিজনেস হেড নবনীতা চক্রবর্তী জানালেন, চলতি মরসুমের ‘ডান্স বাংলা ডান্স’-এ থাকছেন মিঠুন চক্রবর্তী। আগামী ১১ নভেম্বর থেকে দার্জিলিং জেলায় শুরু হবে অডিশন পর্ব, ধীরে ধীরে গোটা রাজ্য থেকে প্রতিভাবান নৃত্যশিল্পীদের খুঁজে বের করা হবে অডিশনের সাহায্যে। তবে কীভাবে মিঠুন ফেরত আনা হল তাঁকে জি বাংলায়? জানা গিয়েছে এর পিছনে বড় অবদান শো-এর পরিচালক অভিজিৎ সেনের। ‘প্রজাপতি’ শুটিং-এর সময় তিনি মিঠুন চক্রবর্তীকে মনের কথা জানালে, নায়ক তাতে সায় দেন। ব্যস তারপরেই প্ল্যান ছকে ফেলেন অভিজিৎ। আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস নাগাদ শুরু হবে ‘ডান্স বাংলা ডান্স’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ