Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুখালীতে উচ্ছেদ ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে সরকারি খাস জমিতে বসবাসরত দরিদ্র সালেহা বেগমকে বাড়ি উচ্ছেদ ও লুটপাটের প্রতিবাদে গতকাল এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাগাট ইউনিয়নের বাগাট গ্রামের বাগাট-নওপাড়া সড়কের পাকোর গাছ এলাকায় মুন্সীপাড়ায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ভুক্তবোগি সালেহা বেগম, মো. ফরিদুল ইসলাম মোল্যা, মো. তাজুল ইসলাম, মো. খোকন শেখ, সালেহা বেগমের ৭ম শ্রেণী পড়ুয়া কন্যা শান্তা, মো. সালাউদ্দিন ও মো. সোহরাব হোসেনসহ প্রমুখ। মানববন্ধন কর্মসূর্চতে এলাকার শত শত নারী-পুরুষ উপস্থিত থেকে অভিযুক্ত নওশের চৌধুরী, অলেমান চৌধুরী, কালাম ডাকাত গংদের বিচারের আওতায় আনার দাবি জানান। ক্ষতিগ্রস্ত সালেহা বেগম (৪৫) ও তার স্বজনেরা ভোররাতে সংঘটিত লুটপাট এবং নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন। পরে মানববন্ধন কর্মসূচি থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ