রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজবাড়ীর পাংশায় বঙ্গমাতা ট্রেনে কাটা পড়ে শাইন আলী বিশ্বাস (৩৫) নামে এক মানসিক ভারসম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। সে পাংশা পৌর সভার লঘুনাথপুর গ্রামের মৃত কাওছার আলী বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী বঙ্গমাতা ট্রেনে পাংশা রেল স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে ছোট রেলব্রিজ নামক স্থানে এ ঘটনাটি ঘটে। রাতেই খবর পেয়ে রাজবাড়ীর জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে রাজবাড়ী মর্গে পাঠান। রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. মাসুদ আলম বলেন, এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। মির্জাপুর থানার এসআই জহির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মির্জাপুর থানার ওসি শেখ আবু সালে মাসুদ করিম বলেন ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদায়ক। পরিবারের আবেদন করলে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।