Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কক্সবাজার সৈকতে ভাসছে শতাধিক মৃত জেলিফিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ৫:১০ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এসেছে শতাধিক মৃত জেলিফিশ। আজ শুক্রবার ভোরে সৈকতের কলাতলী পয়েন্টের উত্তর পাশে এগুলো পাওয়া যায়। দুপুরে জোয়ারের পানিতে আবারও সাগরে চলে গেছে জেলিফিশগুলো। এর আগে গত ৩ ও ৪ আগস্ট কক্সবাজার সমুদ্রসৈকতে অসংখ্য জেলিফিশ ভেসে আসে।
স্থানীয়রা জানান, প্রায়ই জেলেদের জালে ধরা পড়ে মারা যায় জেলিফিশ। স্থানীয় ভাষায় এগুলোকে নুইন্না বলে। কোনো কাজে না আসায় জেলেরা এগুলো ফেলে দিলে ভাসতে ভাসতে সৈকতে চলে আসে। এ ছাড়া নরম প্রজাতির হওয়ায় এমনিতেও এগুলো দ্রুত মরে যায়।
মৃত জেলিফিশ ভেসে আসার খবরে নমুনা সংগ্রহ করতে আসে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দারের নেতৃত্বে একটি টিম।
বেলাল বলেন, ‘বাংলাদেশের জেলেদের কাছে এ মাছের কোনো গুরুত্ব না থাকায় তারা জালে উঠলে এগুলো মেরে ফেলেন। মরে যাওয়া মাছগুলো কূলে ভেসে আসে। ভেসে আসা জেলিফিশে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
‘এগুলো লোবোনিমুইডিস রোবোস্টাস বা স্থানীয় ভাষায় সাদা নুইন্না প্রজাতির। এই জেলিফিশের সংস্পর্শে গেলে কোনো ক্ষতি হয় না। বরং প্রক্রিয়া করা গেলে খাদ্য হিসেবে বেশ উপযোগী। এটি নিয়ে গবেষণা চলছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ