Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয় দিবসের বিশেষ নাটক বিজয়

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে আজ রাত ৯টায় এসএ টিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘বিজয়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এসএ হক অলিক। অভিনয় করেছেন অপূর্ব, মম, ম.আ. সালাম এবং অন্যান্য। মাঝ রাতে হঠাৎ করে চিৎকার করে ঘুম থেকে লাফিয়ে ওঠে নোলক। তারই আশ্রিতা তুলি চিৎকার শুনে দৌড়ে আসে। নোলক তুলিকে বলে, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, তবে এর মানে জানি না। তুলি তাকে জানায়, আপা আমি জানি, আপনার পেছনে খারাপ লোক লাগছে। আপনি যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, রাজাকার, দেশপ্রেম এইসব বিষয় নিয়ে পত্রিকায় লেখালেখি করেন। নোলক জবাব দেয়, আমার যতই বিপদ হোক আমি এদেশের বর্তমান প্রজন্ম ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই লিখে যাব। নোলক এদেশের একজন মুখোশধারী রাজাকারের সন্তান। এ পরিচয় পাওয়ার পর থেকে নোলক তার বাবার কাছ থেকে ১৮ বছর ধরে আলাদা থাকে আর তারপর থেকেই তার বিরুদ্ধে সংগ্রাম করে চলেছে। এমন এক গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ