Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপনার সব কর্মের জন্য আপনি নিজে দায়ী -প্রভা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ১২:০৩ এএম

ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জীবনের কঠিনতম সময় পার করে এখন নিজেকে গুছিয়ে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি ধর্ম চর্চায় তিনি মনোযোগী হয়েছেন। প্রায়ই তিনি চমৎকার কথা লিখে তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। তার এসব পোস্ট যে তাকে কটাক্ষকারীদের উদ্দেশ্যে তা বুঝতে অসুবিধা হয় না। তবে প্রভা কটাক্ষকারীদের আক্রমণ না করে তাদের শোধরানোর পন্থা অবলম্বন করেছেন। পবিত্র কোরআনের বিভিন্ন উদ্ধৃতি দিয়ে তিনি প্রায়ই পোস্ট করেন। কটাক্ষকারীদের কটাক্ষের জবাব তা দিয়ে দেন। সম্প্রতি এমন এক পোস্টে তিনি লিখেছেন, ‘আপনি যদি অন্যের সমালোচনায় মনোনিবেশ করেন তাহলে নিজের ত্রæটি দেখতে ও সংশোধন করতে পারবেন না। মনে রাখবেন, আপনার সব কর্মের জন্য আপনি নিজে দায়ী। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কী করেছেন? অন্যরা কী করেছে সেই স¤পর্কে নয়। তাই নিজের প্রতি মনোযোগী হয়ে নিজেকে রক্ষা করুন।’ প্রভার এই পোস্টে ভক্ত-অনুরাগীরা সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ তার ইতিবাচক মতামতে প্রশংসামূলক মন্তব্যও করেছেন। উল্লেখ্য, প্রভা এখন শুটিং ছাড়া তেমন কোথাও যান না। শুটিং শেষে বাসায়ই তার সময় কাটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ