Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনা শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধের ৬টি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ১২:০৩ এএম

মুক্তিযুদ্ধ’৭১ ও বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট-এর যৌথ প্রযোজনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের নানা গৌরবোজ্জ্বল অধ্যায়ের উপর নির্মিত ৬টি গবেষণাধর্মী প্রামাণ্যচিত্রের দুই দিনব্যাপী প্রদর্শনী আগামী ১৩ ও ১৪ নভেম্বর খুলনা শিল্পকলা একােেডমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রামাণ্যচিত্রের দৈর্ঘ্য এক ঘন্টা (৬০ মিনিট)। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, বিশেষ অতিথি থাকবেন লেখিকা শারমিন আহমদ, শুভেচ্ছা বক্তব্য রাখবেন চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল ও খুলনা সরকারী ব্রজলাল কলেজের অধ্যাপক প্রফেসর শরীফ আতিকুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শামীম রেজা। ১৩ নভেম্বর প্রদর্শিত হবে মুজিবনগর: বাংলাদেশ মুক্তিযুদ্ধের সরকার (বিকাল ৪.২০), জনযুদ্ধ ’৭১ (বিকাল ৫.৩০) এবং বীর চট্টলার প্রতিরোধযুদ্ধ (সন্ধ্যা ৬.৪৫)। ১৪ নভেম্বর প্রদর্শিত হবে, আকাশে মুক্তিযুদ্ধ (বিকাল ৪.০০), একাত্তরের নৌ-কমান্ডো (বিকাল ৫.১৫) এবং বিলোনিয়ার যুদ্ধ (সন্ধ্যা ৬.৩০)। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী ও তরুণ শিক্ষকেরা এই প্রামাণ্যচিত্রগুলি নির্মাণ করেছেন। প্রামাণ্যচিত্রগুলো পরিচালনার সার্বিক তত্তাবধানে ছিলেন বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল। অনুষ্ঠানটি সকলের জন্যে উন্মুক্ত রাখা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ