Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বাবার গাওয়া গানের ভিডিওতে মেয়ে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ১২:০৩ এএম

সঙ্গীতশিল্পী কাজী শুভর নতুন গান ‘কন্যারে আমার’ প্রকাশিত হতে যাচ্ছে। গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আরিফ হোসেন বাবুর কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন আহাম্মেদ সজীব। ইয়াসিন বিন আরিয়ান চিত্রগ্রহণে ভিডিও নির্মাণ করেছেন পাভেল মাহমুদ জয়। বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে গানটি তৈরি হয়েছে। এতে কাজী শুভ’র সাথে মডেল হয়েছে তার মেয়ে পূর্ণতা। কাজী শুভ বলেন, বাবা-মেয়ের সম্পর্ক আর ভালোবাসাকে কেন্দ্র করে গানটি তৈরি করা হয়েছে। মিউজিকভিডিওতে আমরা দৈনন্দিন জীবনে বাবা-মেয়ে যা করি সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আমরা বাবা-মেয়ে যখন গানটির ভিডিও করছিলাম অন্যরকম আনন্দ হচ্ছিল। আশা করি, দর্শক-শ্রোতাদের কাছে গানটি ভাল লাগবে। ১৪ নভেম্বর কাজী শুভ অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ