Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ১২:০৩ এএম

১. ফোন ভূত
২. ধুপ ছ্রাও
৩. রামরাজ্য
৪. মিলি
৫. তড়কা

ফোন ভূত
গুরমিত সিং পরিচালিত সুপারন্যাচারাল কমেডি।
শেরদিল শেরগিল ওরফে মেজর (সিদ্ধান্ত চতুর্বেদী) এবং গ্যালিলিও পার্থসারথি ওরফে গুরু (ঈশান খাট্টার) ছোটবেলা থেকে বন্ধু। ভূত নিয়ে তাদের আগ্রহ পাগলামির মত। এই দুই বেকার সিদ্ধান্ত নেয় তাদের এই আগ্রহকেই তার পেশায় পরিণত করবে, তবে সব চেষ্টায় তারা ব্যর্থ হয়। অবশ্য এরপরেও তারা তাদের ‘মোক্ষ পার্টি’ কার্যক্রম অব্যাহত রাখে। তাদের পার্টিতে বেশ কয়েকজন অংশও নেয়। মেজর আর গুরু কিন্তু জানে না এই পার্টিবাজদের কয়েকজন আসলেই ভূত। এমনই এক ভূত রাগিণী (ক্যাটরিনা কাইফ)। রাগিণী দুই বন্ধুকে জানায় তাদের মৃত আত্মাকে দেখার ক্ষমতা আছে। তারপর তাদের একটি ব্যবসা করার ধারণা দেয়। তাদের পরামর্শ দেয় একটি ফোন লাইন নিতে তারা এই ফোনের মাধ্যমে যারা ভূত তাড়াতে চায় তাদের সাহায্য করবে। আর এই লাইনের নাম ‘ফোন ভূত’। মেজর আর গুরু প্রথমে রাজি হতে চায় না। কিন্তু দুই বন্ধুর বাবারা তাদের কাছে এসে সেই দিন পর্যন্ত তাদের পেছনে খরচ করা পাঁচ কোটি টাকা ফেরত চাইলে তারা তিন মাস সময় নেয় এবং রাগিণী ভূতনির প্রস্তাব মেনে নেয়। প্রথমে সবাই তাদের নিয়ে মজা করলেও এক সময় ব্যবসা সাফল্য পায়। কিন্তু তাদের পথে একসময় বাধা হয়ে দাঁড়ায় আত্মারাম (জ্যাকি শ্রফ) নামে এক বদ ভূত। সে আত্মার মোক্ষলাভেও বাধা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ