Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ১২:০৩ এএম

১. বø্যাক অ্যাডাম
২. টিকেট টু প্যারাডাইস
৩. ওয়ান পিস ফিল্ম : রেড
৪. স্মাইল
৫. প্রে ফর দ্য ডেভিল

ওয়ান পিস ফিল্ম : রেড
জাপানী ‘ওয়ান পিস’ মাঙ্গা কমিক্স সিরিজের ১৫তম ফিল্মটি পরিচালনা করেছেন গোরো তানিগুচি। ফিল্মটি জাপানী ভাষায় ইংরেজি সাবটাইটেলে মুক্তি পেয়েছে। এটি মিউজিকাল ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ফিল্ম।
উতা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গায়িকা। তার কণ্ঠকে অতিজাগতিক বলে উল্লেখ করে অনেকে। সে পারফর্ম করার সময় বরাবর নিজের পরিচয়টি গোপন রাখে। তবে এবারের কথা আলাদা। এবারের কনসার্টে সে নিজের আসল রূপে আর পরিচয়ে পারফর্ম করবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
উতার ভক্তদের বিপুল সমাবেশ হয়েছে। এর মধ্যে লাফির নেতৃত্বাধীন স্ট্র হ্যাটসসহ জলদস্যুরাও এসেছে দল বেঁধে। নৌবাহিনীর সতর্ক নজর রয়েছে অবস্থার ওপর। লাফি অবশ্য শুধু উতার ভক্ত শুধু তার কণ্ঠ শুনতে এসেছে সে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ