বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশালে সরকারি বিএম কলেজে দ্বিতীয় বর্ষের মওকুফ করা ৬শ টাকা ফি তৃতীয় বর্ষে পরিশোধে নোটিশ দেয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা বরিশাল-ফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে । বৃহস্পতিবার নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভকালে বরিশাল সহ দক্ষিণাঞ্চরল সাথে সারা দেমের সড়ক যোগাযোগই বিপর্যস্ত হয়ে পরে। কলেজের সম্মান শ্রেনীর ছাত্র-ছাত্রীদের এ বিক্ষোভের প্রায়ে এক ঘন্টা পর প্রিন্সিপাল তাদের দাবি মেনে নেয়ায় অবরোধ প্রত্যাহার করে সড়ক থেকে সরে আসে শিক্ষার্থীরা। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে বলে পুলিশ জানিয়েছে।
ছাত্র নেতা বিজন সিকদার জানান, কলেজ কর্তৃপক্ষ করোনাকালীন সময়ে দ্বিতীয় বর্ষে থাকাকালে বিভিন্ন খাতের ৬শ টাকা ফি মওকুফ করেন। সেই শিক্ষার্থীরা তৃতীয় বর্ষে উঠে বৃহস্পতিবার ইনকোর্স ও টেস্ট পরীক্ষা দিতে এসে জানতে পারে ৬শ টাকা ফি দিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। এতে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী চরম বিপাকে পড়ে। ফলে তারা পরীক্ষায়ও অংশগ্রহণ করেনি।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ, তারা প্রথমে বিষয়টি কলেজ প্রিন্সিপালকে জানালেও তিনি বিষয়টি গুরুত্ব দেননি। পরে বিষয়টি নিয়ে কলেজের সামনের সড়ক অবরোধ করলেও ছাত্রÑছাত্রীদের ভুল বোঝানো হয়। তখন বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করে দাবী আদায় করা হয়েছে বরে জানান ছাত্র-ছাত্রীরা।
বিএম কলেজ প্রিন্সিপাল অধ্যাপক গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের দাবী মেনে নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।