Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

মোংলায় লোকালয় থেকে অজগর উদ্ধার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ৬:৪০ পিএম | আপডেট : ৭:২১ পিএম, ১১ নভেম্বর, ২০২২

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরখন্ড এলাকা হতে আজ বৃহস্পতিবার দুপুরে ৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ।

জিউধারা ফেরেস্টের স্টেশন কর্মকর্তা শাহজাহান মোক্তাদির এ তথ্য নিশ্চিত করে বলেন, সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃধা নজরুল ইসলামের বাড়ির পিছনে জালের সাথে একটি সাপ আটকে আছে- স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে সকালে সাপটিকে উদ্ধার করা হয়। পরে তা সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সাপটি ওজন ৬ কেজি, লম্বায় ৭ ফুট।

তিনি আরো জানান, সুন্দরবন সংলগ্ন আশে পাশের লোকালয় গুলিতে খাবারের সন্ধানে প্রতি নিয়ত সাপগুলি চলে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ