বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ জনবিচ্ছিন্ন হয়ে এখন জোর করে ক্ষমতা আকড়ে বসে আছে। তারা দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যার্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূল্য আজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, চারিদিকে শুধু নাই আর নাই। আওয়ামীলীগ আরো কিছু দিন ক্ষমতায় থাকলে এই দেশ অস্থিত্ব সংকটে পড়বে। তাই দেশকে বাঁচাতে, মানুষকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী ১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় গণসমাবেশে যোগদান করতে হবে। সিলেটের বিভাগীয় গণসমাবেশ হবে ঐতিহাসিক সমাবেশ। আজ বৃহষ্পতিবার বিকেলে জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা সদরে আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রচার মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকের দিনটি জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ১৯৮৭ সালের ১০ই নভেম্বর গণতন্ত্র মুক্তির আন্দোলনে শহিদ নূর হোসেন নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন। নুর হোসেনের রক্তের স্বৈরাশাসক ভেসে গিয়েছিল। বর্তমানে দেশে চলমান গণতন্ত্র মুক্তির আন্দোলনে অসংখ্য আব্দুর রহিম, নূরে আলম, শাওন প্রধান, শহিদুল ইসলাম শাওন, আব্দুল আলিমরা বুকের তারা রক্ত বিলিয়ে দিচ্ছেন। তাদের রক্ত বৃথা যাবে না। এই শহীদদের রক্তের বন্যায় ফেসিস্ট স্বৈরাচারী সরকার ভেসে যাবে ইনশাআল্লাহ। জকিগঞ্জ উপজেলা উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনির সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশের জনগণ আজ জেগে উঠেছে। সারাদেশের মানুষ বিএনপির আন্দোলনের সাথে একাত্মতা পোষন করেছে। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্ত করতে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বিঘ্নে স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আগামী ১৯ নভেম্বরের গণসমাবেশকে মহাসমাবেশে রূপান্তরিত করতে হবে। সময় আর বেশী বাকী নেই। দেশে গণতন্ত্রের বিজয় হবে ইনশাআল্লাহ।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন. এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, শামীম অহমদ, মাহবুবুল হক চৌধুরী. ইকবাল আহমদ চেয়ারম্যান, কামরুল হাসান শাহীন, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, গোলাম রব্বানী, এডভোকেট আবু তাহের, এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, এডভোকেট সাঈদ আহমদ, শাকিল মোর্শেদ, আজিজুল হোসেন আজিজ, মকসুদ আহমদ, মাহবুব আলম, আহাদ চৌধুরী শামীম, শাহিন আলম জয়, এডভোকেট মোস্তাক আহমদ, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা, জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি নেতা- তোফায়েল আহমদ চৌধুরী, মাহতাব উদ্দিন, আবুল খান, আক্তার হোসেন রাজু, আবুল কাসেম, মোহাম্মদ শাহীন, মাসুক আহমদ, আব্দুল গফুর, হাসান আহমদ, ছালেহ আহমদ, সামসুল ইসলাম লেইছ, কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।