বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার কার্যনির্বাহী কমিটির জরুরী সভা সকাল দশটায় জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মজিবর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ সভাপতির বাসভবনে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। আরো বক্তব্য রাখেন টি জামান নিকেতা, এ কে এম আসাদুর রহমান দুলু, অ্যাডভোকেট তবিবুর রহমান তবি, শাহরিয়ার আরিফ ওপেল, শাহ মোহাম্মদ আখতারুজ্জামান ডিউক, সুলতান মাহমুদ খান রনি, আব্দুল্লাহ আল রাজী জুয়েল, শেরিন আনোয়ার জর্জিস, নাসরিন রহমান সীমা, বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, আনোয়ার পারভেজ রুবন, এস এম রুহুল মোমিন তারিক, তপন চক্রবর্তী, এস এম শাহজাহান, জহুরুল হক বুলবুল, আবু সেলিম, এম এ বাসেত, আশরাফুল ইসলাম মন্টু, অধ্যক্ষ আহসানুল হক, রুমানা আজিজ রিংকি, আলমগীর হোসেন স্বপন, গৌতম কুমার দাস প্রমুখ।
সভায় জেলা আওয়ামী লীগ সভাপতির নামে কুরুচিপূর্ণ স্লোগান ও বক্তব্যে জন্য তীব্র নিন্দা ও প্রকাশ করা হয়। আলোচনার মাধ্যমে সকল সংকট নিরসনের পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়এবং সংশ্লিষ্ট সকলকে সংগঠনের নীতি-নৈতিকতা বিরোধী কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বগুড়া জেলা ছাত্র লীগের ১ বছর মেয়াদে একটি আংশিক কমিটি গঠনের প্রতিবাদে স্থানীয় নেতা কর্মিরা তিনিদিন ধরে আওয়ামী লীগের জেলা কার্যালয় ঘিরে রেখেছে। বিক্ষুব্ধ এই ছাত্র লীগের নেতা কর্মিরা অব্যাহতভাবে বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনুর বিরুদ্ধে অব্যাহত স্লোগান দিয়ে যাচ্ছিল। ছাত্র লীগের এই বিদ্রোহাত্মক কর্মকান্ডের প্রেক্ষিতেই শুক্রবার এই সভাটি অনুষ্ঠিত হয় বলে সুত্রে জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।