Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ৫:৪৮ পিএম

পবিত্র কাবা ঘরের উপরে দুটি গম্বুজ এর মাঝে হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা হনুমানের ছবি সংযুক্ত করে ফেসবুকে আপলোড করে ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে এক যুবককে ৭ বছরের কারাদ- দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজশাহী বিভাগীয় সাইবার ক্রাইম ট্রাইবুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
দ-প্রাপ্ত আসামী শ্রী সুজন মহন্ত (৩২)। তিনি জয়পুরহাট জেলার কাদের পাড়া গ্রামের শ্রী তারাপদ মহন্তের ছেলে। রাজশাহী সাইবারক্রাইম আদালতের পিপি এডভোকেট ইসমত আরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে সুজন তার ফেসবুক আইডি হইতে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র কাবা ঘরের উপরে দুটি গম্বুজ এর মাঝে হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা হনুমানের ছবি সংযুক্ত করে ফেসবুকে আপলোড করে। যা দ্বারা ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তারই প্রেক্ষিতে পাঁচবিবি থানায় তথ্য ও যোগযোগ প্রযুক্তি আইন ২০০৬ ও সংশোধনী অধ্যাদেশ ২০১৩ এর ৫৭(১) ধারায় অপরাধ অসিমের নামে মামলা হয়।
তিনি আরও বলেন, আসামী শ্রী সুজন মহন্ত এর বিরুদ্ধে আনীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৭(১) ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত ক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭(২) ধারায় সাত বছর সশ্রম কারাদন্ড এবং এক লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।



 

Show all comments
  • মোঃ মনিরুজ্জামান ১০ নভেম্বর, ২০২২, ৯:২৬ পিএম says : 0
    ফাসী হওয়া উচিত ছিল
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ