Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাখো মানুষের শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত জাফরুল ইসলাম চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

চট্টগ্রাম মহানগরী ও নিজ নির্বাচনী এলাকা বাঁশখালীতে পাঁচ দফা নামাজে জানাজা শেষে নিজ গ্রাম গুনাগরীতে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি, বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরী। তার নামাজে জানাজায় লাখো মানুষের ঢল নামে। বাঁশখালী থেকে চারবার নির্বাচিত এ সংসদ সদস্যকে অশ্রু ও শ্রদ্ধায় চিরবিদায় জানিয়েছেন লাখো মানুষ। গত মঙ্গলবার রাতে নগরীর পাথরঘাটা নিজ বাড়ির প্রাঙ্গণে এবং জমিয়তুল ফালাহ ময়দানে দু’দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ শরিক হন। জমিয়তুল ফালার জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সরকার দলীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, এমএ লতিফ, মো. নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিএনপি নেতা এস এম ফজলুল হক, মাহবুবুর রহমান শামীম, ডা. শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ান, নগর জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান, আওয়ামী লীগ নেতা এহছানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ শরিক হন। গত মঙ্গলবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।



 

Show all comments
  • kanchon ১০ নভেম্বর, ২০২২, ৯:৫১ এএম says : 0
    Good Man is Good Result
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ