Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে ট্রান্সফরমার চুরির সময় বিস্ফোরণে নিহত ১

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

ফরিদপুরে বিদ্যুতের ট্রাান্সফর্মার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও একজন। অপরজনকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে স্থানীয় জনগন। গতকাল রাত আনুমানিক ১২টা থেকে ২টার মধ্যে এই ঘটনাটি ঘটে বলে ধারন করা হচ্ছে। ফরিদপুর কোতয়ালী থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নের ইসুফপুর গ্রামের হারান শেখের বাড়ির উত্তর পাশে বিদ্যুতের খুটি হতে ট্রান্সমিটার চুরি করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে ঘটনাস্থলে শাকিল নামে একজনের মৃত্যু হয়। মৃত শাকিল ফরিদপুর কোতয়ালি থানার ইউসুফপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ফরিদপুর ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের খুঁটি হতে লাশ নিচে নামায়। ঘটনার সময় মজনু শেখ নামে অপর একজন গুরুতর আহত হয়। নাসির নামে একজনকে চোরের সহযোগী হিসেবে স্থানীয়রা আটক করে।
সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ