Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯ বছর পর মুক্তি পাচ্ছে হডসনের বন্দুক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম


সৈয়দ শামসুল হকের গল্প অবলম্বনে নির্মিত সরকারি অনুদানের সিনেমা ‘হডসনের বন্দুক’ দীর্ঘ ৯ বছর পর মুক্তি পেতে যাচ্ছে। প্রশান্ত অধিকারী পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ২ ডিসেম্বর। ২০১৩ সালে এর নির্মাণ কাজ শুরু হলেও নানা জটিলতায় বন্ধ হয়ে যায়। জটিলতা কাটিয়ে সিনেমার বাকি কাজ শেষ করা হয়। সিনেমার চিত্রনাট্য লিখেছেন প্রশান্ত অধিকারী ও রিয়েল আকঞ্জি। চিত্রগ্রাহক মোহাম্মদ আরিফুজ্জামান ও সাহিল রনি। প্রশান্ত অধিকারী বলেন, ‘হডসনের বন্দুক’ আমার দীর্ঘ দিনের পরিপ্রমের ফসল। চেষ্টা করেছি মানসম্মত একটি সিনেমা নির্মাণের। সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করতে পেরে খুব ভালো লাগছে। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তিনি জানান, প্রতœতাত্তি¡ক নিদর্শন নিয়ে গোয়েন্দা আবহের গল্পে নির্মিত সিনেমাতে তিনটি গান ব্যবহৃত হয়েছে। যা পর্যায় ক্রমে রিলিজ হবে। ঢাকা, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, শ্রীমঙ্গল, জাফলং ও দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হয়েছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মাজিদ শিখালিভ (রাশিয়া), এস. এম, মহসিন, কাজী উজ্জ্বল, অর্নব অন্তুসহ আরো অনেকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ