Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারভেলের ‘ওয়ান্ডার ম্যান’ সিরিজে ইয়াহিয়া আবদুল-মাতিন দ্য সেকেন্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

ডিজনি প্লাসের জন্য মারভেল স্টুডিওসের ‘ওয়ান্ডার ম্যান’ সিরিজে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন ইয়াহিয়া আবদুল-মাতিন দ্য সেকেন্ড। ভ্যারাইটি জানিয়েছে ‘শাং চি অ্যান্ড দ্য লেজেন্ড অফ দ্য টেন রিংস’ নির্মাতা ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন নতুন এই সিরিজটি নির্মান করছেন অ্যানড্রু গেস্টের কাহিনীতে। ক্রেটন ইতোমধ্যে মারভেলের ‘অ্যাভেঞ্জার্স : দ্য ক্যাং ডাইন্যাস্টি’ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। মারভেলের ‘ওয়ান্ডার ম্যান’ কমিক্সে সায়মন উইলিয়াম্স এক ধনবান শিল্পপতির ছেলে। স্টার্ক ইন্ডাস্ট্রিজের সঙ্গে প্রতিযোগিতায় হেরে তাদের উইলিয়ামস ইনোভেশন দেউলিয়া হয়ে পড়ে। উপায় না দেখে সায়মন ব্যারন জিমোর কাছে সুপারহিরো ক্ষমতার জন্য যায়। কিন্তু জিমো তাকে অ্যাভেঞ্জারদের বিরুদ্ধে ব্যবহার করার ষড়যন্ত্র করে। কিন্তু সায়মন অ্যাভেঞ্জারদের সঙ্গে যোগ দেয় এবং ওয়েস্ট কোস্ট অ্যাভেঞ্জার্স গঠন করে। আবদুল-মাতিনের এটি হবে তৃতীয় কমিক্স চরিত্রে অভিনয়। এর আগে তিনি ‘অ্যাকুয়াম্যান’-এ বø্যাক মান্টা (২০১৮) এইচবিও’র ‘ওয়াচমেন’ সিরিজে (২০১৯) ড. ম্যানহাটান চরিত্রে অভিনয় করেছেন; এই চরিত্রের জন্য তিনি এমি জয় করেছেন। তাকে ‘অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’-এ বø্যাক মান্টার চরিত্রে আবার দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ