বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সংসদ সদস্য জননেতা রাশেদ খান মেনন বলেন, শ্রমিক দের অর্থনৈতিক স্বচ্ছলতা না থাকলে দেশের উন্নয়ন করে কোন লাভ নাই। শ্রমিকরা এদেশের সকল উন্নয়ন কাজের অংশীদার। তাই তাদের দাবী আদায়ে অবশ্যই শ্রমিক ঐক্য দরকার। এর কোন বিকল্প নেই।
তিনি বুধবার দুপুরে বগুড়ার ঐতিহাসিক টিটু মিলনায়তনে অনুষ্ঠিত ডেকোরেটর সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, রাজনীতিতেও শ্রমিক শ্রেনীর গুরুত্ব অনিবার্য। অথচ বরাররই তারা অবহেলিত থেকে যায় এ অবস্থার অবসান এখন সময়ের দাবি।
সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি,বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম রোম, ৩নং ওয়ার্ড বগুড়া পৌরসভার কাউন্সিলর লায়ন তরুন কুমার চক্রবর্তী, ৮ নং ওয়ার্ড বগুড়া পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব শেখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কামরুল আহসান।
সভাপতিত্ব করেন বগুড়া জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক সরকার বাবলু। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মুনসুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও বাংলাদেশ যুব মৈত্রী বগুড়া জেলা কমিটির সহ সভাপতি জাকির হোসেন বিজয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।