Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইঁট ভাটা বন্ধ ৪ জেলায় কেন ? বগুড়ায় সংবাদ সম্মেলনে প্রশ্ন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২২, ৫:২৬ পিএম

সম্প্রতি পরিবেশবাদী একটি সংগঠনের দায়ের কৃত রিটের প্রেক্ষিতে টাঙ্গাইল, বগুড়া, লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলার অবৈধ ইঁটভাটা বন্ধে দেওয়া হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে বগুড়ার ইঁটভাটা মালিকরা প্রশ্ন তুলেছেন, পরিবেশ আইনের লংঘন, ব্যত্যয় হলে সারা দেশেই হয়েছে।

অতএব এসংক্রান্ত রিট হলে সারাদেশের প্রত্যেক জেলার ইঁট ভাটার বিরুদ্ধেই হবে।
শুধু বেছে বেছে বগুড়া সহ ৪ জেলায় কেন ?
বুধবার বিকেলে বগুড়ার একটি হোটেলের সেমিনার কক্ষে বগুড়া জেলা ইঁট ভাটা মালিক
সমিতি আয়োজিত এক প্রেস কনফারেন্সে
লিখিত বক্তব্যে উপরোক্ত প্রশ্ন উত্থাপন করেন সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন ইঁটভাটা পরিচালনা করতে লাগে ট্রেড লাইসেন্স, বিএসটিআই লাইসেন্স, কলকারখানা লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, আয়কর, ভ্যাট,জেলা প্রশাসকের লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র।
এই আট শর্ত পুরনের পর সরকারি বিধি মোতাবেক বগুড়ায় প্রায় শতভাগ জিগজ্যাগ পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয় ইঁটভাটা।
তারপরও যদি বগুড়ায় ইঁটভাটা বন্ধ করে দেওয়া হয় তাহলে হাজার শ্রমিক বেকার ও তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সমিতির সাধারণ সম্পাদক এম এস এম আতিকুর রহমান বলেন, বগুড়ায় ইঁটভাটাগুলো বন্ধ হলে
অন্যজেলার ইঁটের ওপর, ঠিকাদার, ডেভলপার,
নির্মাতারা বেকায়দায় পড়বে। তাদের বর্ধিত মুল্যে অন্যাজেলার নিম্নমানের ইঁট ব্যবহারে বাধ্য
হতে হবে। থমকে যাবে উন্নয়ন প্রকল্প।
সংবাদ সম্মেলনের আগে একস্থানে ইঁটভাটা মালিক সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় মালিক সমিতির দেড়শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সভায় হাইকোর্টের রুলের প্রেক্ষিতে উচ্চতর আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ