Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরের চাচার হাতে ভাতিজা খুনের প্রধান ২ আসামীকে গ্রেফতার করেছে পিবিআই

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ১১:০৩ পিএম

ময়মনসিংহের ফুলপুরে নিজ জমিতে কাজ করতে গিয়ে হামলায় চাচার হাতে ভাতিজা নৃশংস খুনের প্রধান দুই আসামীকে কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পিবিআই ময়মনসিংহ জেলা। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে গাজিপুর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, ফুলপুর উপজেলার বনোয়াকান্দা গ্রামে ভিকটিম নুরুল ইসলাম পাঠান সোমবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে তার চাচা আজমান আলী পাঠানের বাড়ীর উত্তর পাশে নিজের জমিতে বেড়া দেয়ার কাজ করছিলেন। তখন আজমান আলী পাঠান ও তার পুত্র মুঞ্জুরুল হকসহ কয়েকজন অস্ত্র-সস্ত্রসহ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নুরুল ইসলাম পাঠানকে মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এতে তার ছেলেও আহত হয়। নিহত নুরুল ইসলাম সম্পর্কে আসামী আজমান এর ভাতিজা। এ ঘটনায় নিহতের ছেলে মাহমুদুল হাসান পাঠান বাদী হয়ে আজমান আলী পাঠান ও তার পুত্র মুঞ্জুরুল হকসহ ০৬ জনের বিরুদ্ধে ফুলপুর থানায় এজাহার দায়ের করেন। পরে ফুলপুর থানার মামলা নং-১৫, তাং-০৮/১১/২০২২ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/ ৩২৩/৩০৭/৩০২/৫০৬/৩৪ দঃ বিঃ রুজু হয়। মামলা দায়েরের পর পিবিআই অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই, ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার এর সার্বিক সহযোগিতায় পিবিআই, ময়মনসিংহ জেলার চৌকস টিম উক্ত হত্যাকান্ডের বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। পিবিআই ময়মনসিংহ টিম ছায়া তদন্তকালে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ০৭ ঘটিকার সময় চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের প্রধান আসামীদ্বয় মোঃ আজমান আলী পাঠান ও তার ছেলে মোঃ মুঞ্জুরুল হককে গাজীপুর শহর হতে গ্রেফতার করেন।

এ বিষয়ে পিবিআই ময়মনসিংহ জেলার এসপি মোঃ রকিবুল আক্তার বলেন, পিবিআই ময়মনসিংহ জেলা চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু করে হত্যাকান্ডের মূল আসামীদ্বয়কে গ্রেফতার করেছে। এজাহারনামীয় অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে মামলাটি পিবিআই কর্তৃক অধিগ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, পিবিআই ময়মনসিংহ জেলার সকল অফিসার ও ফোর্সের অক্লান্ত প্রচেষ্টায়, পিবিআই গাজীপুর ও পিবিআই হেডকোয়ার্টার্সের সহযোগিতায় মাত্র ১৮ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের মূল আসামীদ্বয়কে গ্রেফতার করা সম্ভব হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ