বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে ভারতীয় জলসীমায় ডুবে যাওয়া নৌকা থেকে উদ্ধার করা ৯০ বাংলাদেশি জেলের মধ্যে আরও ২৬ জনকে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন।
ডেপুটি হাইকমিশন জানায়, গত ১৯ আগস্ট ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার ৯০ জেলের মধ্যে আজ মঙ্গলবার দ্বিতীয় দফায় ২৬ জেলেকে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। যাদের ভারতীয় কোস্ট গার্ড এবং পশ্চিমবঙ্গ ইউনাইটেড ফিশারমেন অ্যাসোসিয়েশনের স্থানীয় জেলেরা সমুদ্র থেকে উদ্ধার করেছিল। ডেপুটি হাইকমিশন এই জেলেদের বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে।
৯০ জেলের মধ্যে আরও ২৪ জন এখনও ভারতে অবস্থান করছে। এদেরও দ্রুত দেশে প্রত্যাবর্তন করা হবে বলে জানায় ডেপুটি হাইকমিশন।
এর আগে, প্রথম দফায় গত মঙ্গলবার ৪০ বাংলাদেশি জেলেকে দেশে প্রত্যাবর্তন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।