Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন জঙ্গি সংগঠন শারক্বীয়া’র দুইজন অর্থদাতাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ৯:৪৩ পিএম

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র' অন্যতম দুইজন অর্থদাতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, জঙ্গিবাদে উদ্বুদ্ধ একজন নারী সদস্যকে ডি-রেডিকালাইজড করে পরিবারের নিকট ফিরিয়ে দেয়া

খন্দকার মঈন জানান, সম্প্রতি নতুন জঙ্গি সংগঠন ‌‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাদের ধরতে অভিযান শুরু হয়।

এর আগে ৩ দফায় সংগঠনটির ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের তথ্যমতে আজ রাতে নারায়ণগঞ্জ থেকে আরও ৩ জনকে গ্রেপ্তার করে র‍্যাব।

তিনি বলেন, এ বিষয়ে বুধবার সকাল সাড়ে ১১ টায় কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ