বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে বিজ্ঞানচর্চা অব্যাহত রাখতে হবে বলে মনে করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।তিনি আজ মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনে কৃত্রিম ডায়নোসর বেষ্টিত সবুজ চত্বরে আয়োজিত শিক্ষাসফর ও তাৎক্ষণিক মতবিনিময়ে তিনি শিশু শিক্ষার্থীদেরকে সুন্দর ও সফল জীবন গঠনে বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্বারোপ করতে পরামর্শ দেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় শিক্ষক নেতা প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী মানিক বলেন, আজকে যারা ছোট, তোমরাই একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর হবে। সেজন্য তোমাদেরকে অবশ্যই বিজ্ঞানমনস্ক হতে হবে। আজকে জাদুঘরে তোমরা যা দেখেছো, সেগুলোর মত বিজ্ঞানের নতুন নতুন আবিস্কারের মাধ্যমে একদিন পৃথিবীকে বদলে দেবে, এটাই আমাদের প্রত্যাশা।
আল-হেরা ইন্টা. স্কুলের প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএলএম গ্রুপের চেয়ারম্যান এম এ মতিন এমবিএ, বাসস’র সিনিয়র রিপোর্টার ও ডিআরইউ’র সাবেক যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সহ সভাপতি আনজুমান আরা শিল্পী, এনজিও ফোরামের সাবেক কর্মকর্তা আবদুল মান্নান, ঢাবি সমাজকল্যাণ অ্যালামনাই ফোরামের সভাপতি প্রকৌশলী নওশাদুল হক ও জাদুঘরের কর্মকর্তা মনির হোসাইন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।