Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

স্থগিত ক্যাথি গ্রিফিনের টুইটার অ্যাকাউন্ট

| প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইলন মাস্কের টুইটার দখলের পর থেকেই হলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়ে যাচ্ছে। যেমন দিন কয়েক আগেই টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে জনি ডেপের প্রাক্তন স্ত্রী হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের। যদিও অনেকের ধারণা অ্যাম্বার নিজেই টুইটার প্লাটফর্ম থেকে সরে দাঁড়িয়েছেন। আবার অনেকের ধারণা ইলন মাস্ক যেহেতু অ্যাম্বারের প্রাক্তন প্রেমিক ছিলেন তাই টুইটারের মালিকানা পাওয়ার পর তিনিই হয়তো অ্যাম্বারের টুইটার মাধ্যম স্থগিত করে দিয়েছেন। শুধু তাই নয়, গত রবিবার আমেরিকান কৌতুক অভিনেত্রী ক্যাথি গ্রিফিনেরও টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। এক্ষেত্রেও নেপথ্যে ইলন মাস্কের উপর অভিযোগ করেছেন তিনি। কারণ সম্প্রতি গ্রিফিন তাঁর টুইটার ডিসপ্লে নাম পরিবর্তন করার পরেই ৬২ বছর বয়সী গ্রিফিনকে তাৎক্ষণিকভাবে টুইটার প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এই প্রসঙ্গে অভিনেতা জনসন টুইট করলে পাল্টা উত্তরে টুইটারের মালিক ইলন মাস্ক জানান, আসলে, কৌতুক অভিনেতা গ্রিফিন নিজের নাম পরিবর্তন করে ছদ্মবেশ ধারণ করার জন্যই তাঁকে টুইটার অ্যাকাউন্ট থেকে বরখাস্ত করা হয়েছে। তবে তিনি যদি তাঁর অ্যাকাউন্টটি আবার ফেরত চান, তবে তিনি এটি পেতে পারেন। যদিও ইলন মাস্ক ঘোষণা করেছেন যে, ‘কমেডি এখন টুইটারে বৈধ’। কিন্তু এই ঘোষণার মাত্র এক সপ্তাহ পর গ্রিফিনের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা কেন জারি করলেন ইলন? ইলনের কথায়, ‘বাক স্বাধীনতার জায়গা’ প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেওয়ার পরেও, ‘ছদ্মবেশী’ নামে কেউ তাঁর টুইটার অ্যাকাউন্ট চালালে তা আর সহ্য করা হবে না। ৬ নভেম্বর থেকে এই নিয়ম শুরু হয়েছে। একটি নতুন নীতি ঘোষণা করে ইলন জানিয়েছেন যে, টুইটারে কোনও ধরণের ‘ছদ্মবেশী’ অ্যাকাউন্টকে বৈধ স্বীকৃতি দেওয়া হবে না। সেইরকম দেখতে পেলে অবিলম্বে তা স্থগিত করা হবে। মাস্ক আরও একটি টুইটে বলেছেন, আগে, আমরা স্থগিতাদেশের আগে একটি সতর্কতা জারি করেছিলাম, কিন্তু এখন আমরা ব্যাপক যাচাইকরণের কাজ করছি, যেখানে কোন সতর্কতা থাকবে না। তবে ক্যাথি গ্রিফিন ছাড়াও, আরেকজন বিশিষ্ট টুইটার ব্যবহারকারী, ভ্যালেরি বার্টিনেলিও তাঁর ডিসপ্লে নাম পরিবর্তন করে বিপাকে পড়েছিলেন, কিন্তু তিন তাঁর ফের আসল নামে ফিরে আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ