প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিপুল টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল বলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ইরোস ইন্টারন্যাশনাল লিমিটেডের বিরুদ্ধে। অভিযোগ দু দফায় প্রায় ১৮ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে এই সংস্থা। এই অভিযোগে মুম্বাইয়ের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ইরোস ইন্টারন্যাশনালকে সমন পাঠিয়েছে বলেও জানা গিয়েছে। আগামী ৭ই নভেম্বর ইরোস ইন্টারন্যাশনালকে আদালতে হাজির হতেও বলা হয়েছে। রাম-লীলা, বাজিরাও মাস্তানি এবং সাম্প্রতিক হাসিন দিলরুবার মতো বলিউডের বহু জনপ্রিয় ছবির প্রযোজনা সংস্থা এই ইরোস ইন্টারন্যাশনাল পরিচালনা করেন কিশোর লুল্লা এবং তাঁর ভাই সুনীল লুল্লা। জানা গিয়েছে, ২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ আর্থিকবর্ষে দুই দফায় মোট ১৮ কোটি টাকা কর বাকি কর বাকি রেখেছে ইরোস ইন্টারন্যাশনাল। প্রথমবার ২০১৬-১৭ আর্থিকবর্ষে প্রায় ১০ কোটি টাকা কর বাকি রেখেছে ইরোস ইন্টারন্যাশনাল। এরপর ২০১৭-১৮ আর্থিকবর্ষেও প্রায় ৭.৭ কোটি টাকা কর বাকি রেখেছে এই সংস্থা। এর ফলে ২০১৯ সালে ইরোস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মুম্বাইয়ের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। এই মামলার ভিত্তিতেই ইরোস ইন্টারন্যাশনাল লিমিটেডকে আগামী ৭ই নভেম্বর আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। আদালতের এই সমনের প্রতিক্রিয়ায় ইরোস ইন্টারন্যাশনাল লিমিটেডের মুখপাত্র একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটি একটি পুরানো বিষয়। এই বিষয়টি আদালতে বিচারাধীন। আমরা আইন মেনে চলেছি এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করব। এ বিষয়ে আমাদের আর কোনও মন্তব্য নেই। উল্লেখ্য, আয়কর ফাঁকি দেওয়ার অপরাধে অভিযুক্ত হলে ভারতীয় আয়কর আইনের ২৭৬বি এবং ২৭৮বি ধারার অধীনে শাস্তি হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।