রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কার্ডে টাকা নেই
ইনকিলাব ডেস্ক : হোটেলে খাবার খেয়ে বিল দিতে গিয়ে বিপাকে পড়েন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস। পরে তার এক বন্ধু খাবারের বিল পরিশোধ করেন। সম্প্রতি লন্ডন ব্রিজের কাছে এক অভিজাত রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন লিজ। সাথে ছিলেন তার এক বন্ধু। এই রেস্তোরাঁয় বন্ধুর সাথে প্রায় ঘণ্টাখানেক ধরে খাওয়া-দাওয়া গল্পগুজব করেন লিজ। এরপর ওয়েটার তাদের বিল নিয়ে আসেন। লিজের কার্ডের মাধ্যমে কিছুতেই আর্থিক লেনদেন হচ্ছে না। বারবার ‘কার্ড ডিক্লাইন’ মেসেজ দেখাচ্ছে যন্ত্র। শেষমেশ বন্ধুটি খাবারের বিল পরিশোধ করেন। সংবাদপ্রতিদিন।
শিশু মৃত্যু ১৯৫
ইনকিলাব ডেস্ক : সিরাপ জাতীয় ওষুধে ক্ষতিকারক পদার্থের উপস্থিতির কারণে কিডনি বিকল হয়ে বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ইন্দোনেশিয়ায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯৫ জনে দাঁড়িয়েছে। শিশু মারা যাওয়ার সবশেষ এ তথ্য সোমবার প্রকাশ করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে গত আগস্ট থেকে শিশুদের ব্যাপক হারে কিডনি বিকলের ঘটনা ঘটতে থাকে। যার পরিপ্রেক্ষিতে তদন্তের পর সব ধরনের তরল ওষুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। আক্রান্ত শিশুদের অধিকাংশের বয়স ৫ বছরের নিচে বলেও জানান তিনি। চ্যানেল নিউজ এশিয়া।
ভিডিও বানাতে গিয়ে
ইনকিলাব ডেস্ক : ঘর থেকে একজন কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভারতের পুলিশ। কিশোরের পরনে ছিল তার মায়ের শাড়ি এবং মেকআপও করেছিল সে। সেই অবস্থায় রবিবার তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে দিল্লির নজফগড়ে। পুলিশের ধারণা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য কোনো ভিডিও বানাচ্ছিল ওই কিশোর। সেই সময় দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশের সন্দেহ, ইনস্টা রিল বানাতে গিয়েই হয়তো মৃত্যু হয়েছে কিশোরের। তবে এটা দুর্ঘটনাজনিত মৃত্যু, নাকি আত্মহত্যা; ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই সেটি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, যে সময় ঘটনাটি ঘটেছে, তখন বাড়িতে কেউ ছিল না। ঘরে এসে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।