Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলার আসাদতলী এলাকায় হালদা নদী ও এর উপশাখায় অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই বালু ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। গত সোমবার বিকেলে উপজেলার আসাদতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে বেআইনিভাবে বালু উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপন আইনে আসাদতলীর মৃত মনু মিয়ার ছেলে মুছা মিয়াকে ৫০ হাজার ও একই গ্রামের আলী মিয়ার ছেলে আব্দুল মতিনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, উপজেলায় ৩টি বালু মহাল ইজারা থাকা সত্ত্বেও কতিপয় ব্যক্তিরা সরকারি সম্পদ বেআইনিভাবে ক্ষতিগ্রস্ত করার অপরাধে জরিমানা করা হয়েছে। এ ধরণের কাজে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ