Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

আ.লীগ সরকার শিক্ষাবান্ধব

দাউদকান্দিতে সুবিদ আলী ভূঁইয়া এমপি

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরকার শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছে এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য বয়ে এনেছে। আ.লীগ সরকার সবসময় শিক্ষাবান্ধব সরকার হিসেবে বিশ্বে রোল মডেল। গতকাল মঙ্গলবার দাউদকান্দি উপজেলার উত্তর সতানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বারপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন শেষে পৃথক তিনটি সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৃথক তিনটি সুধী সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন সুন্দলপুর ইউপি চেয়ারম্যান আসলাম মিয়াজী, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও মেয়র রকিব উদ্দিন রকিব প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ