Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরা দরবারে শেষ হল খতমে বোখারী ও শানে রিসালাত মাহফিল

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ৬:২৭ পিএম

ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফ ইমামীয়া এতিমখানার উদ্যোগে ১২তম বার্ষিক খতমে বোখারী ও শানে রিসালাত মাহফিল সম্পন্ন হয়েছে।

সোমবার বাদ ফজর থেকে শুরু হয়ে দিবাগত রাত একটায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ মাহফিল শেষ হয়।

আল্লামা শাহ্ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী পীর সাহেব কেবলার সভাপতিত্বে অনুষ্ঠিত দুই পর্বের মাহফিলের প্রথম পর্বে ফজর বাদ খতমে কোরআনের মাধ্যমে শুরু হয়ে সারাদিন খতমে বোখারী, খতমে ইউনুস,খতমে গাউছিয়া,দুরুদে নারীয়া,দুরুদে তুনাজ্জিনা সহ মোবারক খতমে মুখরিত ছিল রাজাপুরা দরবার শরীফ। দ্বিতীয় পর্ব মাগরিব বাদ শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে মাহফিলের কার্যক্রম। রাত একটায় আখেরি মোনাজাত পরিচালনা করেন রাজাপুরা দরবার শরীফের পীর ছাহেব আল্লামা শাহ্ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী। মুনাজাতে তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও দেশের সমৃদ্ধি অগ্রগতি কামনা করেন।

মাহফিল আলোচনা করেন মালেশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সাবেক লেকচার আল্লামা ড. সাইফুল ইসলাম আল-আজহারী, আল্লামা শহিদ উল্লাহ বাহাদুর,আল্লামা রফিকুল ইসলাম হেলালী, মুফতি গিয়াস উদ্দিন তাহেরী প্রমুখ।

মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা আলিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ আব্দুল মতিন,পিপুলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা নজির আহমদ ,নারায়ণগঞ্জ কালাদি কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মনির হোসাইন,শায়খুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক,শায়খুল হাদিস আল্লামা রফিকুল ইসলাম হেলালী,শায়খুল হাদিস আল্লামা নিজাম উদ্দিন নোমানী,মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন আল ক্বাদেরী,মুফতি সাইদুল ইসলাম মোনাজেরী, মুফতি রফিকুল ইসলাম আনসারি, মুফতি সাইদুর রহমান,অধ্যক্ষ আল্লামা আতাউল গনি মুজাহিদ ফরাজিকান্দি,এ,এইচ,এম আনোয়ার মোল্লা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ