Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিজ ধসে এলোমেলো শত শত মানুষের দুর্ভোগ চরমে

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী এলাকার একমাত্র চলাচলের রাস্তায় একটি ব্রিজ ধসে পড়ায় এলাকাবাসীর দুঃখ বেড়েছে। ওই এলাকার স্কুল-মাদরাসা পড়–য়া ছাত্রছাত্রীসহ শত শত মানুষ ব্রিজটির কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন এখন। সরেজমিনে ওই এলাকা পরিদর্শন করে দেখা গেছে, গোমাতলীর বাজারের উত্তর পাশে বারডইল্যা খালের উপর স্থাপিত ব্রিজটি সম্প্রতি ধসে পড়েছে। গেল বন্যায় বানের পানির তোড়ে ওই ব্রিজের সংযোগ স্থানের মাটি সরে গিয়ে ব্রিজটি ধসে পড়ে বলে জানান, ওই এলাকার স্থায়ী অধিবাসী সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. সলিম উল্লাহ বাহাদুর এই প্রতিবেদক ধসে পড়া ওই ব্রিজের ছবি তোলার সময় স্থানীয় লোকজন অভিযোগ করেন, ব্রিজটি করার সময় ঠিকাদারের গাফিলাতি ও অনিয়মের কারণে অল্প সময়ের মধ্যে ব্রিজটি ধসে পড়েছে। এলাকাবাসীর দাবি, ব্রিজটি দ্রুত সংস্কার করে তাদের দুঃখ লাঘব করা হোক। দেখা গেছে, ব্রিজের উত্তর পাশে গোমাতলী উচ্চ বিদ্যালয়, দক্ষিণ পাশে হুসাইনিয়া মাদরাসা পশ্চিম গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গোমাতলী বাজার। এর উপর দিয়ে প্রতিদিন শত শত ছাত্রছাত্রী ছাড়াও এলাকার উৎপাদিত মাছ লবণ এবং তরি-তরকারি নিয়ে চলাচল করে থাকেন অসংখ্য মানুষ। জনস্বার্থে ব্রিজটি দ্রুত সংস্কার করা খুবই প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে এলাকাবাসী উপকৃত হবেন। উল্লেখ্য, গেল বন্যার সময় এলাকার পশ্চিম পাশের বিস্তীর্ণ বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় জোয়ারের পানি ঢুকে এলাকার অভ্যন্তরীণ চলাচলের সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ