Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

খুলনায় স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে ৬ জনের ফাঁসির আদেশ, ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ৩:৫৫ পিএম

খুলনায় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের দায়ে ৬ জনকে ফাঁসির আদেশ দি‌য়ে‌ছেন আদালত। একই স‌ঙ্গে তা‌দের ২০ হাজার টাকা করে জ‌রিমানা দেওয়া হ‌য়ে‌ছে। এছাড়া চারজনকে ৮ বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ৩ এর বিচারক আঃ ছালাম খান এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদালতের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী স্পেশাল (পি‌পি) ফ‌রিদ আহ‌মেদ।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হ‌লেন, মোর‌শেদুল ইসলাম শান্ত ওর‌ফে শান্ত বিশ্বাস (পলাতক), শেখ শাহাদাত হো‌সেন (পলাতক), মোঃ রা‌ব্বি হাসান পরশ, মোাঃ মাহামুদ হাসান আকাশ, কাজী আ‌রিফুল ইসলাম প্রীতম (পলাতক) ও মোঃ মিম হো‌সেন। এছাড়া এ মামলার অপর চারজন আসা‌মি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তা‌দের ৮ বছ‌র করে কারাদন্ড দি‌য়ে‌ছেন আদালত। তারা হ‌লেন, নুরুন্নবী আহমেদ, মঈন হো‌সেন হৃদয়, মোঃ সৌরব শেখ ও মোঃ জিহাদুল ক‌বির দিহান। এছাড়া পর্ণগ্রাফী আই‌নে আসা‌মি নুরুন্নবী‌ আহমেদকে আরও ৩ বছ‌রের কারাদন্ড দেওয়া হ‌য়ে‌ছে।
মামলার এজহা‌র সূত্রে জানা গে‌ছে, দুই দিনের পরিচয়ের সূত্র ধরে মোর‌শেদুল ইসলাম শান্ত ওই স্কুলছাত্রীকে ২০১৯ সা‌লের ২৯ জুন বিকেল সা‌ড়ে ৪ টার দি‌কে মোবাইল ফো‌নের মাধ্যমে খুলনা মহানগরীর সিমেট্রি রোডে ডেকে নেয়। সেখান থে‌কে তাকে নেওয়া হয় শান্ত’র বন্ধু নুরুন্নবীর সোনাডাঙ্গা থানাধীন বিহারী ক‌লোনীর ভাড়া বা‌ড়ি‌তে। সেখানে তাকে ধর্ষণ ক‌রে শান্ত। ধর্ষণের ভি‌ডিও‌টি ধারণ ক‌রে উপস্থিত শান্তর সহযোগিরা। প‌রে ধারণকৃত ওই ভি‌ডি‌ওটি দেখি‌য়ে ভয়ভী‌তি দি‌য়ে অন্যান্যরা পালাক্রমে ধর্ষণ ক‌রে।
ধর্ষণ শে‌ষে আসা‌মিরা তাকে প্রাণনা‌শের হুম‌কি দি‌য়ে সন্ধ্যায় ছে‌ড়ে দেয়। বাসায় ফিরে সে তার বড়‌বোনকে সব কিছু খু‌লে ব‌লে। ওই রাতে তাকে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। ঘটনার প‌রদিন বড়‌বোন বাদী হ‌য়ে সোনাডাঙ্গা থানায় ৯জনের নাম উ‌ল্লেখ মামলা দা‌য়ের ক‌রেন। মামলা নং ২২। একই বছ‌রের ১৩ নভেম্বর ১০ জন আসা‌মির নাম উ‌ল্লেখ ক‌রে মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ মমতাজুল হক আদালতে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন। মামলা চলাকালীন ৩০ জ‌নের ম‌ধ্যে ১৩ জন আদালতে সাক্ষ্য প্রদান ক‌রেন। অভিযোগ প্রমানিত হওয়ায় আসামিদের মৃত্যুদন্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ