Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেন্টমার্টিনের ভাগ্যবান জেলে আব্দুল গণি

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ৩:২৯ পিএম

ভাগ্যবান সেন্টমার্টিনের জেলে আব্দুল গণি। গভীর সাগর থেকে তার জালে একের পর এক ধরা পড়ছে মূল্যবান বড় বড় মাছ। এবারে ধরা পড়লো এক জোড়া বড় পোপা মাছ। স্থানীয়ভাবে এগুলো পোয়া মাছ বলে পরিচিত।

সেন্টমার্টিনে জেলে আব্দুল গণির জালে ধরা পড়লো এই জোড়া পোয়া মাছ।

জানা গেছে ৮ নভেম্বর ২০২২ ইং মঙ্গলবার রাতে মাছ দু'টি ধরা পড়েছে তার জালে। সেন্টমার্টিন বাজারে মাছ দু'টি ৩ লাখ টাকায় দাম উঠলেও সেখানে বিক্রি না করে আরো বেশি দামে বিক্রি করার জন্য মাছগুলো তিনি কক্সবাজারে নিয়ে আসেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ নভেম্বর আব্দুল গণি ৩৪ কেজি ওজনের ১টি পোয়া মাছ বিক্রি করেছিলো ১০ লাখ টাকায়।
এরপর ২০২০ এর নভেম্বর মাসে আবারো একটি বড় পোয়া মাছ ধরা পড়েছিল আব্দুল গণির জালে। সেটি বিক্রি করেছিলো ৬ লাখ টাকায়।
এবার ধরা পড়লো জোড়া পোয়া মাছ। যা তিন লাখ টাকায় দাম উঠেছে। মাছ দু,টি পাঁচ লাখ টা হলে বিক্রি করবেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ