Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ধারণ ক্ষমতার ৫ গুণ বেশি বন্দি থাকায় কয়েদি ও হাজতিদের মানবেতর জীবন

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে আবাসন সংকট

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে আবাসন সমস্যা প্রকট হয়ে উঠেছে। ধারণক্ষমতার ৫ গুণ বেশি বন্দি থাকায় মানবেতর জীবনযাপন করছেন এখানকার কয়েদি ও হাজতিরা। খাবার জোগাড় হলেও থাকার জায়গা মিলছে না অনেকের। গাদাগাদি করে অবস্থান করায় অসুস্থ হয়ে পড়ছেন তারা। চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা গেছে, প্রাচীন এই কারাগারটিতে সবমিলিয়ে ১৫৩ জন বন্দি থাকার ব্যবস্থা রয়েছে। অথচ বর্তমানে ৭শ’র বেশি বন্দি এই কারাগারে অবস্থান করছেন। কারাগার প্রতিষ্ঠার পর একসঙ্গে এতো বেশি আসামি কখনোই এই কারাগারে থাকেনি বলে জানিয়েছেন কারাগারের একটি সূত্র। কারা বিধি অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে ১৫৩ জন বন্দি থাকার জন্য বর্তমানে ৪টি ব্যারাক, ১টি  সেল ব্যারাক, ১টি কিশোর ব্যারাক ও ১টি মহিলা ব্যারাক রয়েছে। এর বাইরে হাসপাতালে ১০ জন বন্দির থাকার ব্যবস্থা রয়েছে। কিন্তু ১৫৩ জনের স্থলে এই কারাগারে এখন রেকর্ড পরিমাণ বন্দি অবস্থান করছেন। ধারণক্ষমতার ৫ গুণ বেশি বন্দি অবস্থান করায় মারাত্মক আবাসন সংকট দেখা দিয়েছে কারাগারটিতে। জায়গার অভাবে অনেক বন্দি ঠিকমত ঘুমাতে পারছেন না। এর সঙ্গে পর্যাপ্ত টয়লেট না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বন্দিরা। কারাগার সূত্রে জানা যায়, বছর দুয়েক আগেও সর্বোচ্চ ৫শ থেকে সাড়ে ৫শ বন্দি অবস্থান করতেন এই কারাগারে। তখন আবাসন সংকট দেখা দেয়নি। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অধিকসংখ্যক আসামি ও অপরাধী ধরা পড়ায় এবং ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিদের সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা কারাগারের আবাসিক সংকট প্রকট আকার ধারণ করেছে। অতিরিক্ত বন্দিদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন কারা কর্তৃপক্ষ। এ অবস্থায় জেলা কারাগারে বন্দিদের জন্য নতুন করে একটি চারতলা ভবন নির্মাণের প্রস্তাবনা পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। এদিকে এই কারাগারে জেলার ও ডিপুটি জেলারের থাকার জন্য বাসভবন নেই। জেলার থাকেন প্রধান কারারক্ষীর বাসায়। অথচ বাড়ি ভাড়া বাবদ টাকা কেটে নেয়া হয় তার বেতন থেকে। পুরুষ কারারক্ষীরাও থাকেন গাদাগাদি করে। মহিলা কারারক্ষীদেরও নেই নিজস্ব আবাসন সুবিধা। পর্যাপ্ত সেন্ট্রিপোস্টও নেই এই কারাগারে। কারাগারের সুপার আবদুর রহিম জানান, চাঁপাইনবাবগঞ্জ কারাগারে একটি চারতলা ভবন বিশিষ্ট নতুন বন্দি ব্যারাক নির্মাণের জন্য একটি প্রস্তাবনা তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। নতুন এই ভবনটি নির্মাণ হলে এই কারাগারে আবাসন সংকট আর থাকবে না বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ