Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলি সীমান্তে সিসি ক্যামেরা স্থাপন

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

হিলি সংবাদদাতা : হিলি সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধের পাশাপাশি সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়াতে সিসি ক্যামেরা ও সার্জ লাইট স্থাপন করেছে বিজিবি। সীমান্ত ঘেঁষা হিলি রেলস্টেশন থেকে শুরু করে স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট গেট পর্যন্ত মোট ১৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এসব সিসি ক্যামেরার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহম্মেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন ও ২০ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমানসহ স্টাফ অফিসারগণ। রিজিয়ন কমান্ডার বলেন, রেলস্টেশন থেকে হিলি বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট গেট এলাকায় চোরাকারবারী ও অবৈধ অনুপ্রবেশকারীদের আনাগোনা বেশি। এসব এলাকাগুলোতে নজরদারি বাড়াতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ