Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তি পাচ্ছে সিনেমা মেড ইন চিটাগং

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

মুক্তি পাচ্ছে রিয়াদ বিন মাহমুদের রচনা ও ইমরাউল রাফাতের পরিচালনায় রূপকথা প্রোডাকশনস-এর ব্যানারে রবি বিঞ্জ এর ‘মেড ইন চিটাগং’। সিনেমাটি মুক্তি পাবে ১৮ নভেম্বর। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্যান্ড তারকা ও অভিনেতা পার্থ বড়ুয়া এবং অপর্ণা ঘোষসহ চিত্রলেখা গুহ, সাজু খাদেম, মুকিত আনোয়ার, নাসির উদ্দিন খান প্রমুখ। চট্টগ্রাম ও রাঙামাটির বিভিন্ন মনোরম লোকেশনে ওয়েব ফিল্মটির শুটিং হয়েছে। এতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দুটি গান স্থান পেয়েছে। সঙ্গীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া। মেড ইন চিটাগং এর গল্প ট্র্যাডিশনাল মেজবান ও দুই বাড়ির লোকজন তথা সমাজের বিভিন্ন সঙ্গতি-অসঙ্গতি কেন্দ্র করে শুরু হয়। রবি বিঞ্জ-এর এক্সিকিউটিভি ভাইস প্রেসিডেন্ট ও প্ল্যাটফর্ম প্রডিউসার আহমেদ আরমান সিদ্দিকী বলেন, মেড ইন চিটাগং একটি ভিন্ন মাত্রার কনটেন্ট। আমার বিশ্বাস, সিনেমা হলে এবং ওটিটি প্ল্যাটফর্মের দর্শক বিশেষ করে চট্টগ্রামের সিনেমাটি দেখবে। পার্থ বড়ুয়া বলেন, কাজটি আমার অঞ্চল চট্টগ্রামের ভাষায়, এছাড়া এই কাজটির একটি পাইলট প্রজেক্ট নাটক হিসেবে আমরা প্রথম করেছিলাম যা দর্শক দারুণভাবে গ্রহণ করেছিল। সেই প্রেক্ষিতেই, বড় ক্যানভাসে কাজটি করা হয়েছে। আশা করি, দর্শক ভিন্ন কিছু পাবে। প্রযোজনা প্রতিষ্ঠান রূপকথা প্রোডাশনস-এর কর্ণধার ও প্রযোজক এনামুল কবির সুজন বলেন, অনেক চ্যালেঞ্জ অতিক্রম করে সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়। সিনেমাটির পুরো টিম অক্লান্ত পরিশ্রম করে একটি ভালো সিনেমা বানাতে চেষ্টা করেছে। আশা করি, দর্শক সিনেমাটি উপভোগ করবেন। সিনেমাটি চট্টগ্রাম মহানগরসহ বৃহত্তর চট্টগ্রামে মুক্তি পাচ্ছে। পাশাপাশি পর্যায়ক্রমে ইউএই, মধ্যপ্রাচ্য ও ইউএসএ, কানাডা ও অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হবে।



 

Show all comments
  • Md Sohel ১৯ জানুয়ারি, ২০২৩, ২:৪৬ এএম says : 0
    মেইন ইন চাটাগাং
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ