Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চাষবাসে জীবনের নতুন অর্থ খুঁজে পান রতন রাজপুত

| প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তাদের অনেকেই অভিনেত্রী রতন রাজপুতকে (জধঃধহ জধলঢ়ঁঃ) চিনবেন। মূলত হিন্দি সিরিয়ালে অভিনয় করলেও তাঁর ‘সন্তোষী মা’ সিরিয়ালটি সম্প্রতি বাংলাতেও ডাবিং হয়েছিল। সাবলীল অভিনয় দিয়ে বহু দর্শকের মন জয় করেছিলেন রতন। ছোটপর্দার পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু বহুদিন হয়ে গেল তাঁর কোনও খোঁজ খবরই নেই টেলিপাড়ায়। শেষবার সন্তোষী মা সিরিয়ালেই দেখা গিয়েছিল রতন রাজপুতকে। তারপর থেকে চার বছর কোনও খবরই মেলেনি অভিনেত্রীর। অভিনয় জগৎ থেকে হঠাৎ করেই যেন হারিয়ে যান তিনি। কী হয়েছিল রতনের? এত সফল একটি সিরিয়ালের পর আর কেন দেখা গেল না তাঁকে? সম্প্রতি এক সাক্ষাৎকারে যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন রতন। এই চার বছরে তাঁর জীবনে যা যা পরিবর্তন এসেছে এবং যে চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন সবটা জানিয়েছেন অভিনেত্রী। রতন বলেন, ২০১৮ সালে সন্তোষী মা সিরিয়ালটি শেষ হওয়ার মাত্র এক দিন পরেই নিজের বাবাকে হারান তিনি। ওই ধাক্কাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে অবসাদে ভুগতে শুরু করেছিলেন তিনি। রতন জানান, ওই সময়টায় তাঁর কিছুই ভাল লাগত না, কিছু করতে ইচ্ছা করত না। এমনকি জরুরি ওষুধও খেতেন না তিনি। তখনি তিনি ঠিক করেন, নিজেকে ভাল রাখার উপরে জোর দিতে কিছুদিন অভিনয়ের থেকে বিরতি নেবেন। মনোবিজ্ঞান নিয়ে চর্চা শুরু করেন রতন। পাশাপাশি নিজেকে খুঁজতে শহুরে জীবনকেও বিদায় জানিয়েছিলেন তিনি। মহারাষ্ট্রের গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন রতন। তিন মাস চাষের কাজও করেছিলেন তিনি। এতে তাঁর মানসিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছিল বলে জানান রতন। তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় ঘুরে তিনি একটা জিনিস উপলব্ধি করেছেন। এতে অনেক মানুষ চেনা যায়। অভিনয় তাঁকে অনেক কিছু শিখিয়েছে ঠিকই, কিন্তু গ্রাম্য পরিবেশে থেকে জীবনের একটা নতুন মানে খুঁজে পেয়েছেন রতন। একের পর এক জনপ্রিয় সিরিয়ালে কাজ করা সত্ত্বেও গত কয়েক বছরে একটাও সিরিয়াল দেখেননি বলে জানান রতন। তবে এখন তিনি ফের কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, এই চার বছর অভিনয় থেকে দূরে থাকার পর তিনি বুঝেছেন যে কাজই জীবন নয়, বরং তার একটা অংশ মাত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ