রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বরগুনায় ২০১৮ সালে নির্মিত ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে দ্রুত চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ, আসবাবপত্র বরাদ্দ ও চিকিৎসা কার্যক্রম শুরুর দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল সোমবার বেলা ১০টায় বরগুনা নাগরিক সমাজের মানববন্ধন ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
২৫০ শয্যার হাসপাতালটি হস্তান্তরের পর বছর পেরিয়ে গেলেও সেখানে শুরু হয়নি কোন কার্যক্রম। দেয়া হয়নি জনবল নিয়োগ এবং নেই কোন আসবাবপত্রও। পুরনো ১০০ সজ্জার হাসপাতালটিতেই চলছে প্রতিদিন শত শত রোগীর চিকিৎসা। পুরনো ১০০ শয্যার হাসপাতালটি চিকিৎসক ও চিকিৎসা সংকটে খুঁড়িয়ে খুড়িঁয়ে চলছে। ৪২ জন ডাক্তারের স্থলে মাত্র ৯ জন ডাক্তার দিয়ে যাচ্ছেন চিকিৎসা সেবা। ২৫০ শয্যার হাসপাতালটি পড়ে থাকলেও নেই চিকিৎসক। রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। সম্প্রতি চিকিৎসার অভাবে একজন প্রসূতির রাস্তায় সন্তান প্রসব করার ঘটনাটি দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে।
মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে ২৫০ শয্যার হাসপাতালটিতে চিকিৎসকসহ জনবল নিয়োগ দিয়ে হাসপাতালটি চালু করার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের নেতা আব্দুর রব ফকির, মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাব সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, বিশিষ্ট সমাজসেবক সুখ রঞ্জন শীল, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. সোহেল হাফিজ ও সাংবাদিক মহিউদ্দিন অপু প্রমুখ। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।