Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রানিশংকৈলে হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

রানিশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

ঠাকুরগাঁওয়ের রানিশংকৈলে চাঞ্চল্যকর হোসেন আলীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববনন্ধন ও বিক্ষোভ সমাবেস অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার দুপুরে ভরনিয় সম্পদবাড়ি এলাকাবাসী হত্যার ঘটনায় মামলা রুজু করে আসামিদের গ্রেফতারের দাবিতে উপজেলার প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে। সন্দেহজনকভাবে ৭ জন আসামিকে গ্রেফতারের ৩দিন পর পুলিশ অজ্ঞাত কারণে ছেড়ে দিয়েছে বলে হোসেন আলীর স্বজনরা অভিযোগ করেছেন মানববন্ধনে। মৃত হোসেন আলীর পিতা নুরুল ইসলাম বলেন, হত্যার ১৩ দিন পার হলেও মামলা গ্রহণ করেনি থানার ওসি। এলাকাবাসী বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে প্রবেশ করে প্রতিবাদ বিক্ষোভ সবেশ করে। বিক্ষোভ শেষে উপজেলা প্রধান ফটকের সামনে মানববন্ধন করে। এসময় মেয়র মোস্তাফিজুর রহমান, যুবলীগ নেতা রমজান আলী, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, আ.লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার, নিহত ব্যক্তির মা হোসনা খাতুন, পিতা নুুরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এর আগে গত ২৭ অক্টোবর সকালে ভরনিয়া বামুনদিঘী এলাকায় রাস্তার পাশে ফসলি জমি থেকে হোসেন আলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার ১৩দিন পার হলেও মামলা গ্রহণ করেনি ওসি। এমন অভিযোগ করলেন নিহতের স্বজনরা। এ প্রসঙ্গে থানা ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, ঘটনার পরের দিন অজ্ঞাত নামা মামলা রুজু করা হয়েছে। তিনি বলেন, এক সূত্র মতে ৭ জনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। পুলিশ সুপারের নির্দেশ মতে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করা যাবে না। তাই পুলিশি তদন্ত চলছে। সঠিক খুনিকে গ্রেফতারের পুলিশি অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ