Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবার যৌথ প্রযোজনার চলচ্চিত্রে নিরব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ৬:৫৩ পিএম

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব। এরইমধ্যে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটির নাম ‘স্পর্শ’। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের নির্মাতা অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত। প্রথমবার যৌথ প্রযোজনার সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে বেশ উচ্ছ্বসিত নিরব।

নিরব বলেন, ‘যৌথ প্রযোজনার ছবি নির্মাণের যে নীতিমালা; সেই নীতিমালা মেনেই ছবিটি নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে তৃতীয়বারের মতো অনন্য মামুনের সঙ্গে কাজ করতে যাচ্ছি। এর আগে তার ‘কসাই’ ও ‘অমানুষ’ ছবিতে কাজ করেছি’।

‘স্পর্শ’ শিরোনামের যৌথ প্রযোজনায় নির্মিতব্য সিনেমার নায়ক চূড়ান্ত হলেও সিনেমাটিতে নায়িকা কে হচ্ছেন - তা এখনো চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে সিনেমাটিতে নিরবের বিপরীতে থাকছেন দুই বাংলার দুজন নায়িকা।

অনন্য মামুন বলেন, ‘নায়ক হিসেবে নিরব চূড়ান্ত হলেও নায়িকার বিষয়টি এখনই প্রকাশ করতে চাচ্ছি না। বাংলাদেশ নাকি ভারত থেকে নায়িকা নির্বাচন করা হবে সে বিষয়ে পরে ঘোষণা করা হবে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে ঢাকায় ছবিটির ক্যামেরা অন হবে।’

বাংলাদেশ থেকে সিনেমাটি প্রযোজনা করবে অ্যাকশন কাট এন্টারটেইনম্যান্ট ও ভারত থেকে আছে রোল ক্যামেরা অ্যাকশন।

উল্লেখ্য, বর্তমানে নিরব অভিনয় করছেন ‘জয় বাংলা ধ্বনি’ শিরোনামের একটি সিনেমার। শরীয়তপুরের বিভিন্ন লোকেশনে চলছে চিত্রায়ণ। এ সিনেমায় নিরবের বিপরীতে আছেন ছোটপর্দার অভিনেত্রী রোকাইয়া জাহান চমক। সিনেমাটির গল্প লিখেছেন শাহজাহান খান। পরিচালনা করছেন খ ম খুরশীদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ