Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের উপর হামলার অভিযোগ, সাধারণ সম্পাদকসহ আহত ৮

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ৬:১১ পিএম

মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে আ’লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এঘটনায় মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ অন্তত ৮জন আহত হয়েছে। এঘটনায় সোমবার দুপুরে সাংবাদিকের কাছে এসবঅভিযোগ করেন স্বেচ্ছাসেবক দলের নেতারা। এরআগে রবিবার রাত৯টার দিকে শিবচরের পাচ্চর এলাকায় হামলার ঘটনা ঘটে।

মাদারীপুর সদর হাসপাতালে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার সাংবাদিকদের জানান, আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় গনসমাবেশ সফল করার লক্ষ্যে শিবচর উপজেলা পৌর স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন। সভা চলাকালে শিবচর উপজেলার আ’লীগের নেতাকর্মী, যুবলীগ, ছাত্রলীগের নেতারা হামলার ঘটনা ঘটায়। এতে গুরুতর আহত হয় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ কমপক্ষে ৮জন। আহতদের উদ্ধার করে শিবচরের খান ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। পরে রাত ১১টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলেরযুগ্ম সাধারণ সম্পাদক, আরিফ সরদার, ইরাদ মুন্সি, শিবচর ছাত্র দলের সাধারণ সম্পাদক সজীব খানসহ ৮ জন।
এব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণসম্পাদক মাসুদ পারভেজ বলেন, ‘ফরিদপুরের বিভাগীয় সম্মেলন সফল করার লক্ষ্যে দলের নেতাকর্মীদের সাথে এক আলোচনা আয়োজন করলে স্থানীয় মাদবরেরচর ইউপি চেয়ারম্যান ও শিবচর উপজেলা আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান মুন্সির নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতারা আমাদের উপর হামলা চালায় এবং সভাপন্ড করে দেয়। এতে আমি সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

অভিযোগের বিষয়ে মাদবরেরচর ইউপি চেয়ারম্যান ও শিবচর উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান মুন্সীবলেন, ‘এমন কোন ঘটনাঘটেনি। কেউ রাজনৈতিক ফায়দা লুটে নেয়ার জন্যে মিথ্যেচার করছে। আমার নেতৃত্বে কোন হামলার ঘটনা ঘটেনি।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘এখন পর্যন্ত আমারকাছে এমন কোন ঘটনার খবর নেই। যদি হামলার ঘটনা ঘটে থাকে, তাহলে আমার কাছে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ