Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যহাতির আক্রমণে জামাই-শ্বশুর নিহত

কক্সবাজার অফিস | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ৩:০৫ পিএম

কক্সবাজার অফিস : কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যহাতির আক্রমণে জামাই ও তার শ্বশুর নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার শিলখালী ইউনিয়নের দুইল্যারজিরি নামক পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পেকুয়ার শিলখালী ইউনিয়নের শাপেরঘারা এলাকার চান মিয়ার ছেলে মোহাম্মদ আলমগীর (৩০) ও তার শ্বশুর জারুলবুনিয়া এলাকার মো. ছৈয়দ আলম (৬০)।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জয়নাল আবদীন জয়নাল জানান, পেকুয়ার শিলখালী ইউনিয়নের দুইল্যারজিরি পাহাড়ি এলাকায় ধান ও শাকসবজির খামার গড়ে তোলেন ছৈয়দ আলম। খামারে ফসল তোলার মৌসুম চলছে।
বুধবার রাতে ক্ষেতের পাহারা শেষ করে খামারের ধান মাড়াইয়ের স্থানেই তাবুতে ঘুমিয়ে পড়েন ছৈয়দ আলম ও তার মেয়ের জামাই আলমগীর। ভোরের দিকে একটি বন্যহাতি সেখানে এসে হামলা চালায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ