Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে রাত ৮টার পরে দোকান খোলা রাখায় জিনজিরায় একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১০:৩৭ পিএম

ঢাকার কেরানীগঞ্জে রাত ৮টার পরে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলামের নেতৃত্বে আজ রোববার রাত ৯ টায় জিনজিরায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাজি পলাশ ইলেকট্রনিক্স, সাম ট্রাভেলস এন্ড ট্যুরস, নিয়ামত ফ্যাশান, মদিনা মোবাইল স্টোর, অপপো মোবাইল স্টোরসহ ৮ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সরকারি কমিশনার (ভূমি) অফিসের নামজারি সহকারি মোঃ সাহাবুদ্দিন সিহাব ও কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮টার পরে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। সেই আলোকে ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে আমরা জিনজিরায় এই মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছি। আজকের অভিযানে ৮টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ