Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সংবাদকর্মীদের আয়কর দেবেন নিয়োগকর্তা

হাইকোর্টের রায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

সাংবাদকর্মীদের আয়কর পরিশোধ করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিককে। রুলের চ‚ড়ান্ত শুনানি শেষে গতকাল রোববার এ রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মো. সোহরাওর্দীর ডিভিশন বেঞ্চ এ রায় দেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ড. কাজী আখতার হামিদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট দিদারুল আলম দিদার।

দিদারুল আলম দিদার জানান, নবম ওয়েজ বোর্ড অনুসারে সাংবাদিক, প্রেস শ্রমিক এবং সংবাদমাধ্যম অফিসের প্রশাসনিক কর্মকর্তাদের আয়কর দেবেন প্রতিষ্ঠানের মালিক। হাইকোর্ট এই রায় দিয়েছেন। সেই সঙ্গে আয়কর এবং গ্রাচুইটির বিষয়ে মন্ত্রীসভার কমিটির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত কমিটি নবম ওয়েজ বোর্ডে যে সুপারিশ করেছে তা বহাল থাকবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম ওয়েজ বোর্ড গেজেট প্রকাশ হয়। ওই ওয়েজ বোর্ডে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত কমিটি যে সুপারিশ করেছে তার শেষে মন্ত্রীসভা কমিটি দুটি শর্ত জুড়ে দিয়েছে। শর্তের মধ্যে ছিল সাংবাদকর্মীদের আয়কর সাংবাদকর্মীরাই দেবেন।

মন্ত্রীসভার এই শর্তের বিধান চ্যালেঞ্জ করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এমপ্লয়ীজ ইউনিয়নের সেক্রেটারি মাহবুবুজ্জামান ২০২০ সালের ২৩ নভেম্বর হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে ওইবছর ২৫ নভেম্বর রুল জারি করেন। রুলের চ‚ড়ান্ত শুনানি শেষে গতকাল সেটি চ‚ড়ান্ত করেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ