প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
টেলিভিশন নাটক ও অভিনয়ের নানা দিক নিয়ে আলোচনা নিয়ে ‘সাম্প্রতিক কাহিনীচিত্র ও অভিনয় বাস্তবতা’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ। গত শনিবার বাংলাদেশ শিল্পকলা একেডেমির সেমিনার হলে আয়োজন করা হয় এই মতবিনিময় ও আলোচনা সভার। সমিনারে টেলিভিশন প্রতিনিধিদের সাথে শিল্পীদের মতবিনিময় হয়। আলোচনার শুরুতে নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ টেলিভিশন নাটক ও তার অভিনয়ের দুর্বলতা তুলে ধরেন। এ সময় তিনি নাটকের বাজেটসহ নানা বিষয় তুলে ধরেন। এরপর অন্যান্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানের একপর্যায়ে অভিনেত্রী তারিন জাহান ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন সবকিছুই ভিউয়ের ওপর নির্ধারণ করা হয়। সবচেয়ে বড় শিল্পী এখন ভিউয়াররা। তারা দেখলেই নাটক হিট হয়। যার ফলে টেলিভিশন কো¤পানিগুলো ভিউয়ারদের কথা মাথায় রেখে শিল্পী ও গল্প নির্ধারণ করেন। আমি মনে করি, এখন শিল্পীদের থেকেও বড় শিল্পী ইউটিউব-ফেসবুকের দর্শক। তিনি বলেন, আমাদের শিল্পীদের এখন শুধু অভিনয় দিয়ে পেট চলে না। তাই তারা সেটে বসেই অভিনয়ের পাশাপাশি কন্টেন্ট তৈরি করেন। আসলে আমাদের পেশা আমরা নিজেরাই ছোট করে ফেলছি। তাই নিজেদের অধিকার নিজেদেরই বাস্তবায়ন করতে হবে। সেমিনারে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম, সাধারণ স¤পাদক রওনক হাসানসহ আরও উপস্থিত ছিলেন নাট্যজন মামুনুর রশিদ, বৃন্দাবন দাশ, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, গাউসুল আলম শাওনসহ অভিনয় শিল্পী সংঘের আরও অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।