Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজী শুভ ও মিথিলার গান ভালোবাসো যদি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

প্রকাশিত হয়েছে সঙ্গীতশিল্পী কাজী শুভ ও মিথিলা মিলনের দ্বৈত গান ‘ভালোবাসো যদি’। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তন্ময় ও চিত্রালী। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। ম্যাক্সব্যাগ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেয়েছে। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন কাজী শুভ ও সঙ্গীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। কাজী শুভ বলেন, বেশ সুন্দর কথা-সুরের একটি গান। আমার গাইতে ভালো লেগেছে। আমার সঙ্গে গানটি বেশ ভালো গেয়েছে মিথিলা। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদেরও ভালো লাগবে। মিথিলা বলেন, কাজী শুভ ভাইয়ের সাথে ও আমার প্রথম কাজ। এটা অনেক ভালো লাগার মতো একটি ব্যাপার। এ গানটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। কথা, সুর, সঙ্গীত সব মিলিয়ে শ্রোতাদের গানটি ভালো লাগবে বলেই আশা রাখি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ