Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের পিঁড়িতে বসছেন সঙ্গীত জগতের দুই তারকা পলক-মিঠুন

| প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

শীতের শুরু মানেই বিয়ের মরশুমেরও সূচনা। তারকারাও নভেম্বর থেকে জানুয়ারির মধ্যেই বিয়ের পরিকল্পনা করেন এখন। বিগত দু-তিন বছর ধরেই একাধিক অভিনেতা অভিনেত্রীকে দেখা গিয়েছে এই সময়েই বিয়ের পিঁড়িতে বসতে। এবার তালিকায় জুড়তে চলেছে আরও দুই নাম। তবে এবারে আর কোনও নায়ক নায়িকা নয়, বরং সঙ্গীত জগতের মানুষদের দেখা যাবে বিয়ের আসরে। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার পলক মুচ্ছ্বল। পাত্রও সঙ্গীত জগতেরই মানুষ। ইন্ডাস্ট্রির নামী সঙ্গীত পরিচালক তথা সুরকার মিঠুন শর্মার গলাতেই নাকি বরমালা দিতে চলেছেন পলক। সঙ্গীত জগতের এই জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল সুপারহিট ‘আশিকি ২’ ছবিতে। মিঠুনের সুরে ‘তুম হি হো’ এবং পলকের কণ্ঠে ‘চাহুঁ ম্যায় ইয়া না’ দুটো গানই ঝড় তুলেছিল সে সময়ে। এখনো পর্যন্ত দুটো গানই অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতপ্রেমীদের মধ্যে। কাজের সূত্রে পরিচয় আগে থেকেই ছিল মিঠুন এবং পলকের। কিন্তু দুজনের বিয়েটা দেখাশোনা করেই হচ্ছে বলে জানা গিয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী মাসের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পলক এবং মিঠুন। আগামী ৪ ঠা নভেম্বরই নাকি সেই বিশেষ দিন। হাতে বাকি আর মাত্র কয়েকদিন। আপাতত চলছে বিয়ের প্রস্তুতি। বিয়ের অনুষ্ঠান কোথায় হবে তা জানা না গেলেও সূত্রের খবর, মুম্বাইতেই রিসেপশন পার্টি দেবেন নব বিবাহিত জুটি। আমন্ত্রিত থাকবেন ইন্ডাস্ট্রির নামী ব্যক্তিত্বরা। তবে এখনো বিষয়টা নিয়ে মুখ খোলেননি পলক বা মিঠুন কেউই। সবটাই চলছে গোপনে। প্রসঙ্গত, পলক মুচ্ছ্বল এবং মিঠুন দুজনেই বলিউডের বেশ জনপ্রিয় দুই নাম। কলিযুগ, আনওয়ার, মার্ডার ২, আশিকি ২, ইয়ারিয়া, এক ভিলেন, সনম রে, বাঘি ২, কবীর সিং, মলং এর মতো ছবিতে কাজ করেছেন মিঠুন। অন্যদিকে তরুণী প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে নিজস্ব প্রতিভার জোরে জায়গা করে নিয়েছেন পলক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ